২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন


ব্রিটেনের মসনদে ভারতীয় বংশোদ্ভূত, ঋষি সুনককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ রাজার
এম সিয়াম:
  • আপডেট করা হয়েছে : ২৫-১০-২০২২
ব্রিটেনের মসনদে ভারতীয় বংশোদ্ভূত, ঋষি সুনককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ রাজার ব্রিটেনের মসনদে ভারতীয় বংশোদ্ভূত, ঋষি সুনককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ রাজার


ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনককে নিয়োগ করলেন রাজা তৃতীয় চার্লস। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে প্রথমবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন কোনও ভারতীয় বংশোদ্ভূত।

নয়া দায়িত্ব পাওয়ার পর বাকিংহ্যাম প্যালেস থেকে সরাসরি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে চলেন আসেন ঋষি। সেখানে সাংবাদিক বৈঠকে ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী বলেন, 'আমার সরকার এমন একটা অর্থনীতি গড়ে তুলবে যা বেক্সিটের যাবতীয় সুবিধা তুলে দেবে।'

সুনক বলেন, 'আমার পূর্বসূরি লিজ ট্রুসকে শ্রদ্ধা জানাতে চাই। এই দেশের আর্থিক উন্নতি চেয়েছিলেন তিনি। তাতে তিনি কোনওরকম ভুল করেননি। সেটা একটা মহৎউদ্দেশ্য ছিল তিনি পরিবর্তনের জন্য লাগাতার চেষ্টা করে যাচ্ছিলেন। তাতে কয়েকটি ভুল হয়ে গিয়েছে। কিন্তু কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে করেননি। কিন্তু সেগুলি যে ভুল ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।