আমেরিকার একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ২’জন নিহত হয়েছেন। আহত অন্তত ৭ জন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও প্রাণ হারিয়েছে । মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে এ ঘটনা ঘটে।
আমেরিকায় শিক্ষাঙ্গনে বহিরাগতদের হামলার ঘটনা লেগেই আছে। গতকালই সেন্ট লুইসের সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস উচ্চ বিদ্যালয়ে এক বন্দুকধারী হামলা চালায়। মারা যান দু’জন। একজন শিক্ষিকা ও একজন ছাত্রী।
মিসৌরির স্কুলটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকবাজকে দ্রুত নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। খবর পাওয়া মাত্র পুলিশ চলে আসে। ১৯ বছর বয়সি হামলাকারী ওই স্কুলের প্রাক্তন ছাত্র। পুলিশের গুলিকে সে’ও নিহত হয়।
ফোন করার কয়েক মিনিটের মধ্যে পুলিশ স্কুলে পৌঁছে সেখানে। পরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে হামলাকারী নিহত হয়। বন্দুকধারীর গুলিতে নিহতদের মধ্যে একজন ৬১ বছর বয়সি এক মহিলা। অপরজন ১৬ বছরের এক কিশোরী। গুলিতে আহত হয় আরও সাতজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবৃষ্টি থেকে বাঁচতে জানালা থেকে লাফ দিয়েও কয়েকজন আহত হয়েছে।