২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৮:৩০:৪০ পূর্বাহ্ন


মিয়ানমারের প্রধান কারাগারে বিস্ফোরণে নিহত ৮
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২২
মিয়ানমারের প্রধান কারাগারে বিস্ফোরণে নিহত ৮ ইনসেইন কারাগার। ফাইল ফটো


মিয়ানমারের বৃহত্তম ইনসেইন কারাগারে বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে বলে বুধবার গণমাধ্যম জানিয়েছে।

দেশটির স্বাধীন নিউজ পোর্টাল মিয়ানমার নাও জানায়, স্থানীয় সময় সকাল ৯.৪০ মিনিটে ইয়াঙ্গুনের ঔপনিবেশিক আমলের ইনসেইন কারাগারে তিন কর্মকর্তা ও পাঁচজন দর্শনার্থীর মৃত্যু হয়েছে। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা স্পষ্ট নয়।

বিবিসি বার্মিজ জানিয়েছে, গুরুতর আহত কারাগারের কর্মীদের এবং কয়েদিকে কারাগার থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং সামান্য আহতদের কাছাকাছি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণের পর কারাগার সংলগ্ন আদালতে শুনানির জন্য নির্ধারিত কয়েকটি মামলা বাতিল করা হয়েছে।

এবিষয়ে সামরিক সরকারের একজন মুখপাত্র তথ্যের অনুরোধ করে ফোন কলের উত্তর দেননি।

উল্লেখ্য, ইনসেইন মিয়ানমারের সবচেয়ে কুখ্যাত কারাগার এবং গত বছরের সামরিক অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার রাজনৈতিক বন্দিকে এখানে পাঠানো হয়েছে।