২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৮:৪৬:১৬ পূর্বাহ্ন


ভয়াবহ বন্যার কবলে নাইজেরিয়া, মৃত্যু ৬০০
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৭-১০-২০২২
ভয়াবহ বন্যার কবলে নাইজেরিয়া, মৃত্যু ৬০০ ফাইল ফটো


এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে নাইজেরিয়া। দেশটিতে ভয়াবহ এ বন্যায় প্রাণ হারিয়েছেন ছয় শতাধিক মানুষ। এছাড়া আশ্রয়হীন হয়ে পড়েছে ১৩ লাখ মানুষ এবং বিনষ্ট হয়ে গেছে দুই লাখের বেশি ঘর-বাড়ি।

সোমবার (১৭ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, এ বন্যা ‘প্রবল’ দুর্যোগে রূপ নিয়েছে। সতর্ক করা সত্ত্বেও অনেক রাজ্য পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি না নেয়ায় এমন হয়েছে বলে জানান মন্ত্রী।

বিবিসি জানায়, নভেম্বরের শেষ পর্যন্ত এ বন্যা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। নাইজেরিয়ায় নিয়মিত মৌসুসমি বন্যা হলেও এবারের পরিস্থিতি অত্যন্ত খারাপ।

এদিকে, ভয়াবহ পরিস্থিতির জন্য অস্বাভাবিক ভারি বৃষ্টি ও জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে দেশটির সরকার। আর বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল পরিকল্পনা- অবকাঠামো ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

নাইজেরিয়ায় গ্রীষ্মের প্রথম দিকে বন্যা শুরু হওয়ার পর থেকে কৃষি জমির বিশাল অংশ ডুবে ফসল নষ্ট হয়ে গেছে। বন্যার কারণে খাদ্য ও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে আর রোগের বিস্তার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে দেশটিতে।


সূত্র: বিবিসি