২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৬:৪৮:৫২ পূর্বাহ্ন


সু চি’র আরও ৬ বছর জেল, দণ্ডের মেয়াদ বেড়ে হলো ২৬ বছর
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১২-১০-২০২২
সু চি’র আরও ৬ বছর জেল, দণ্ডের মেয়াদ বেড়ে হলো ২৬ বছর সু চি’র আরও ৬ বছর জেল, দণ্ডের মেয়াদ বেড়ে হলো ২৬ বছর


মায়ানমারের জেলবন্দি নেত্রী আং সাং সু চি’কে আরও ৬ বছরের কারাদণ্ড দিয়েছে সামরিক আদালত। এই সাজাও হয়েছে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একটি দুর্নীতির মামলার রায়ে। এরফলে মায়ানমারের এই নেত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলায় কারাদণ্ডের মেয়াদ বেড়ে হল ২৬ বছর।

সামরিক আদালত আজ যে মামলার রায় শুনিয়েছে সেটি এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ। একটি মামলাতেই তিনটি অভিযোগের বিচার করা হয়। তাতেই দু বছর করে মোট ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নোবেল শান্তি পুরস্কার জয়ী নেত্রীর বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ ৫০ হাজার ডলার ঘুষ নেওয়ার অভিযোগ করেছে সামরিক প্রশাসন।

প্রসঙ্গত, গত বছর ফেব্রুয়ারিতে মায়ানমারে সু চি’র নেতৃত্বাধীন সরকারের পতন ঘটিয়ে সামরিক বাহিনী ফের ক্ষমতা দখল করে। সু চি’র বিরুদ্ধে সামরিক কর্তারা নির্বাচনে কারচুপি করে ক্ষমতা দখলের অভিযোগ তোলে। নির্বাচিত সরকারের শীর্ষ পদাধিকারীরা সেই থেকে জেলবন্দি। তাঁদের বিচার চলছে সামরিক আদালতে।

সামরিক প্রশাসন ক্ষমতা দখলের সময় এক বছরের মধ্যে নির্বাচন করার আশ্বাস দিয়েছিল। কিন্তু নির্বাচনের নাম গন্ধ নেই এখনও। উল্টে সামরিক শাসনের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেওয়া হয়েছে।