২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৪:২২:১৯ পূর্বাহ্ন


আয়ারল্যান্ডের পেট্রোল পাম্পে বিস্ফোরণ, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-১০-২০২২
আয়ারল্যান্ডের পেট্রোল পাম্পে বিস্ফোরণ, নিহত ১০ ফাইল ফটো


আয়ারল্যান্ডের একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন।

এই ঘটনায় আরও সাত জন আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে। গত শুক্রবার ক্রিসলোর কাউন্টি ডোনেগাল গ্রামের অ্যাপলগ্রিন সার্ভিস স্টেশনে এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে একটি ভবন এবং একটি অ্যাপার্টমেন্ট ব্লকের অংশবিশেষ ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

এটিকে মর্মান্তিক দুর্ঘটনা আখ্যা দিয়ে আইরিশ পুলিশ বলেছে, নিহতদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী, একজন কিশোর ও একজন কিশোরী এবং একটি অল্পবয়সী মেয়ে রয়েছে।

আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বিস্ফোরণকে একটি 'বিশাল আঘাত' হিসেবে আখ্যা দিয়েছেন। শনিবার সন্ধেয় ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি বলেন, 'যা ঘটেছে তাতে পুরো জাতি শোকাহত'।