১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০১:৩৮:২৪ অপরাহ্ন


মোহনপুরে আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ২১ টি মন্ডপে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব দূর্গাপূজা
মোতাহারুল ইসলাম সুমন ( মোহনপুর প্রতিনিধি):
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২২
মোহনপুরে আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ২১ টি মন্ডপে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব দূর্গাপূজা মোহনপুরে আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ২১ টি মন্ডপে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব দূর্গাপূজা


রাজশাহী মোহনপুর উপজেলায় এবারে ২১ টি মন্দিরে আজ পহেলা অক্টোবর শনিবার ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে সনাতন (হিন্দু) ধর্মাবলীদের সবচেয়ে  বড় উৎসব দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

গত দুই বছর করোনার কারনে জাকজমক পূর্ণ ভাবে দূর্গাপূজা করতে পারেনি, এবারে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় জাকজমক পূর্ণ ভাবে এই উৎসব টি পালন করতে পারবে বলে মনে করেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। 

এবার মা আসছেন গজে আর চলে যাবেন নৌকায়। গত ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা ঘটেছে।আগামী ০৫ ই অক্টোবর বুধবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের মহোৎসব দুর্গা পূজার সব আনুষ্ঠানিকতা।

মোহনপুর উপজেলা কেন্দ্রীয় মন্দির (বিদ্যাধর পুর),পূজা কমিটির সাধারন সম্পাদক শ্রী নারায়ন চন্দ্র সরকার বলেন,  এবার করোনা প্রকোপ কম থাকায় সুন্দর পরিবেশে পূজা উদযাপন করা যাবে। প্রশাসন ও স্বেচ্চাসেবকদের সমন্বয়ে শান্তিপূর্ণ পূজা উদযাপন হবে বলে তিনি মনে করেন।

মোহনপুর উপজেলার হিন্দু,বৌদ্ধ,ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি দীলিপ কুমার সরকার তপন বলেন, এবারে আনন্দ মূখর পরিবেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা।

তিনি আরো বলেন, রাজশাহীর পবা-মোহনপুরের সংসদ সদস্য এম পি মহোদয় আয়েন উদ্দিনের প্রচেষ্টায় এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে না।আমরা সনাতন ধর্মাবলম্বীরা খুব সুন্দর ভাবে সকল আনুষ্ঠানিকতা পালন করতে পারি।পাশাপাশি এবারে থানা পুলিশ প্রশাসনও খুব তৎপর রয়েছেন।

মোহনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এবারে প্রতিটি পূজা মন্ডপে আমাদের পুলিশ বাহিনীর কড়া নজরদারী থাকবে।কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটাতে চেষ্টা করে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।