২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৮:২৯:৩৩ অপরাহ্ন


মোহনপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বিজ ও সার বিতরণ
মোতাহারুল ইসলাম সোহেল (মোহনপুর প্রতিনিধি):
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২২
মোহনপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বিজ ও সার বিতরণ মোহনপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বিজ ও সার বিতরণ


মোহনপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  (২৯ সেপ্টেম্বর) বৃহষ্পতিবার বেলা ১১ টার সময় উপজেলা হল রুমে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে মাসকালাই,এবং গ্রীষ্মকালীন পিয়াজ এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রোনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২৬ জন মাসকালাই ও ২০০ জন পিয়াজ চাষী কৃষকদের মাঝে লেবার ও অন্যান্য খরচ বাবদ ২৮০০(দুইহাজার আটশত)টাকা ও বিনামূল্য বিজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনি অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্ জোহ্রা,স¦াগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন,উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন,অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এম.এ .মান্নান।