২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১২:১৭:২০ পূর্বাহ্ন


নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২২
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে রাসেল (২২) নামের এক যুবকের মৃত্যু


নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে রাসেল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর প্রায় ৪ টার দিকে ঘটনাটি ঘটে। উপজেলার স্বরুপপুর রেলগেট থেকে ৩০০ গজ দক্ষিণে পঞ্চগড় থেকে ঢাকা গামী একতা এক্সপ্রেস ট্রেনের নীচে পড়ে সে। মৃত রাসেল শ্রীরামপুর গ্রামের জমির উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নাটোরে প্রাণ কোম্পানিতে চাকরি করত সে। সকালে ডিউটি ছিল তার। সে জন্য তার মা রাত সাড়ে তিনটার দিকে রান্না শেষ করে তাকে খাওয়ার জন্য ঘুম থেকে ডেকে উঠায়। সে ঘুম থেকে উঠে বাড়ির পূর্ব পাশে থাকা রেললাইনে যায়। সেই সময়ে আসা ট্রেনে কাটা পড়ে সে। 

স্বরুপপুর রেলগেটের গেটম্যান হেলাল হোসেন বলেন, গেট থেকে ঘটনাস্থল দুরে হওয়ায় তাৎক্ষনিক সে জানতে পারেনি। সকালে স্থানীয়দের নিকট থেকে বিষয়টি শুনেছে সে।

শান্তাহার রেলওয়ে থানার ওসি শাকিউল আজম বলেন, ঘটনাটি শুনার পরে সেখানে রেলওয়ে পুলিশ পাঠিয়েছেন। সেখানে গিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।