২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:০৪:৪৯ অপরাহ্ন


হিমেল স্মরণে রাবিতে মোমবাতি প্রজ্জ্বলন
আল্-মারুফ, রাবি প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-০২-২০২২
হিমেল স্মরণে রাবিতে মোমবাতি প্রজ্জ্বলন হিমেল স্মরণে রাবিতে মোমবাতি প্রজ্জ্বলন


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ও শিক্ষার্থীরা সমবেত হয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার সময় শহীদ হবিবুর রহমান হলের সামনের মোড়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

গত ১ ফেব্রুয়ারি নিহত রাবি শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল স্মরণে শিক্ষার্থীরা এই আয়োজন করেন। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্বিবিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ও তার বন্ধুবান্ধব, সিনিয়র-জুনিয়র সকল শুভাকাঙ্খী। সেদিন যে স্থানে ট্রাক চাপায় হিমেল নিহত হন, সে স্থানে মোমবাতি প্রজ্জ্বলন করে সবাই হিমেলকে স্মরণ করে অশ্রুসিক্ত হয়ে পড়েন। 

তাদের সাথে কথা বলে জানা যায়, হিমেল তাদের বন্ধু ছিল, ভাই ছিল। হিমেলের এভাবে মৃত্যু তারা ভাবতে পারছে না। হিমেলকে ভালোবেসে হিমেলকে স্মরণ করে আজকে এখানে তারা সমবেত হয়েছেন। 

এসময় তারা আরও বলেন, হিমেলের মৃত্যুর পর তারা যে সাতটি দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট উপস্থাপন করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা মেনে নেয়ার আশ্বাস দেন। সেটা যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হয়। 

দ্রুত সময়ের মধ্যে সেই দাবি কার্যকর করা না হলে, তারা কঠোর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারি দেন। 

উল্লেখ্য, আজ থেকে তিনদিন ব্যাপী চারুকলার শিক্ষার্থীদের উদ্যোগে উক্ত স্থানে প্রতিবাদী চিত্রকর্ম তৈরির আয়োজন করা হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। 

রাজশাহীর সময় /এএইচ