২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:২৫:০৩ পূর্বাহ্ন


দেশজুড়ে গত একদিনে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-০২-২০২২
দেশজুড়ে গত একদিনে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু ফাইল ফটো


দেশেজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। 

একই সময়ে ৪৪ হাজার ৮৪৩ জনের নমুনা পরীক্ষায় ১১ হাজার ৫৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জন। দেশে এ পর্যন্ত  ২৮ হাজার ৪৯৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশে নতুন করে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৫৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ২২ জন পুরুষ ও ১১ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে সাতজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, চট্টগ্রাম বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের ছয়জন, সিলেট বিভাগে দুইজন ও রংপুর বিভাগের একজন রয়েছেন।

রাজশাহীর সময় /এএইচ