১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:৩৪:১৯ অপরাহ্ন


ইয়ুথ ডেভলপমেন্টের আয়োজনে মেধা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২২
ইয়ুথ ডেভলপমেন্টের আয়োজনে মেধা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত ইয়ুথ ডেভলপমেন্টের আয়োজনে মেধা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেধা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। বাংলাদেশ এডুকেশন এন্ড ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ প্রতিযোগিতার আয়োজন করে।

গোমস্তাপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিষয় ছিলো উপস্থিত বক্তৃতা, বিতর্ক এবং সাইবার অলিম্পিয়াড। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন,গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা।

বিশেষ অতিথি ছিলেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন। সম্মানিত অতিথি ছিলেন, শিক্ষাবিদ গাজি উদ্দিন মিয়া, নজরুল অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক খাদিমুল ইসলাম। প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক ড.আতিকুর রহমান, গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্ৰি কলেজের সহকারী অধ্যাপক জিন্নাউল আওয়াল,নাচোল মহিলা কলেজের সহকারী অধ্যাপক হাসিবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক হাবিবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হারুন-অর রশিদ টিটো। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুরসেদুল হাসান সাগর।