১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৩:২৩:৫৮ পূর্বাহ্ন


চারঘাটে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
চারঘাট প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২২
চারঘাটে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু চারঘাটে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু


রাজশাহীর চারঘাট উপজেলায় সাপের দংশনে তমা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

তমা আক্তার ওই গ্রামের হামিদুল ইসলামের মেয়ে এবং বাঁকড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার দিবাগত রাতে পড়াশোনা শেষে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমায় তমা। পরে রাত ১টার দিকে তমা চিৎকার করে ওঠে। পরিবারের সদস্যরা তমার কাছে গেলে সে বলে তার পায়ে জ্বালা করছে। জ্বালা কমাতে পরিবারের লোকজন তেল মালিশ করতে শুরু করে। এক পর্যায়ে তারা বাম পায়ে হাঁটুর ওপরে সাপের দংশনের চিহ্ন দেখতে পান। রাত আড়াইটার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম রবিন বলেন, বিষাক্ত সাপ ওই ছাত্রীর বাম পায়ের হাঁটুর ওপরে দংশন করেছিল। তার পরিবার বিষয়টি বুঝতে না পারায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে দেরি করেছে। এজন্য হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।