১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১২:১৩:৫২ অপরাহ্ন


ক্যানসারে আক্রান্ত হয়ে রাবি শিক্ষকের মৃত্যু
রাবি প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ২২-০৯-২০২২
ক্যানসারে আক্রান্ত হয়ে রাবি শিক্ষকের মৃত্যু ক্যানসারে আক্রান্ত হয়ে রাবি শিক্ষকের মৃত্যু


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক এম রবিউল করিম ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সমাজকর্ম বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক কবির উদ্দিন হায়দার। 

অধ্যাপক কবির উদ্দিন জানান, ২০১৯ সাল থেকে ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন অধ্যাপক রবিউল। গত ১৫ সেপ্টেম্বর থেকে ভারতের টাটা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। 

রবিউল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে ১৯৯১ সালে স্নাতক (অনার্স) ও ১৯৯২ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরে ১৯৯৭ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ১৯৯৮ সালে নিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। সবশেষ ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। 

তাঁর মৃত্যুতে রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার গভীর শোক প্রকাশ করেছেন। রাবিতে সমাজকর্ম বিষয়ে শিক্ষা ও গবেষণায় তাঁর নিষ্ঠার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।