১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:৪২:৪৬ অপরাহ্ন


রাজশাহীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৮-০৯-২০২২
রাজশাহীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল রাজশাহীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল


রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবালের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে তার তার মনোনয়ন বাতিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। তবে আনোয়ার ইকবাল নমিনেশন ফরমে আয়কর রিটার্ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেননি। এজন্য যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে অন্য তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, দেওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আক্তারুজ্জামান এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য আফজাল হোসেন।