২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৭:১৭:৪৬ অপরাহ্ন


লালপুরে মাছের পোনা অবমুক্তকরণ
লালপুর(নাটোর)প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৮-০৯-২০২২
লালপুরে মাছের পোনা অবমুক্তকরণ লালপুরে মাছের পোনা অবমুক্তকরণ


নাটোরের লালপুরে ২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক পুকুর ও বর্ষা প্লাবিত প্লাবন ভূমিতে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। 

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন  নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ.স.ম মাহমুদুল হক মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার আবু সামা, পাট কর্মকর্তা দুর্জয় হোসেন প্রমুখ। 

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থ বছরে  উপজেলার ১৫ টি প্রাতিষ্ঠানিক পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।