২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৭:২১:৪৫ অপরাহ্ন


পায়ুপথে মাদক পরিবহনকালে নারী মাদক কারবারি গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২২
পায়ুপথে মাদক পরিবহনকালে নারী মাদক কারবারি গ্রেফতার পায়ুপথে মাদক পরিবহনকালে নারী মাদক কারবারি গ্রেফতার


রাজশাহীর গোদাগাড়ীতে পায়ু পথে মাদক পরিবহনকালে মোসাঃ রীমা বেগম(৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার  করেছে র‌্যাব-৫।

শনিবার সকাল সাড়ে ৭টায় গোদাগাড়ী থানা দক্ষিন বাসুদেবপুর নামক স্থানে অটোরিক্সা থামিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো: গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মোঃ সিরাজুল ইসলামের মেয়ে  মোসাঃ রীমা বেগম(৩৫) একই এলাকার মোঃ এশরামুলের ছেলে মোঃ আজহারুল ইসলাম (২৬)।

শনিবার সন্ধায় র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, শনিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গোদাগাড়ী থানা দক্ষিন বাসুদেবপুর এলাকা দিয়ে অটোরিক্সার যোগে মাদক নিয়ে যাচ্ছে জনৈক নারী ও পূরুষ। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অবস্থান করে র‌্যাব-৫, এর একটি অভিযানিক দল। পরে তথ্য অনুযায়ী একটি অটোরিক্সা আসতে দেখে সংকেত দিয়ে থামায় র‌্যাব।  এরপর দু’জন যাত্রীকে তল্লাশী করা হয়।

জিজ্ঞাসাবাদের এক পযায়ে সে স্বীকার করে যে, পায়ুপথে বিশেষ কায়দায় হেরোইন লুকানো আছে। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে কাশিয়াডাঙ্গা থানাধীন মোল্লাপাড়া গ্রামস্থ আশ্রয়ন প্রকল্প আমবাগানের ভিতর পায়ুপথে বিশেষ কায়দায় রাখা ৩০(ত্রিশ)গ্রাম হিরোইন বের করে দেয়।  

জিজ্ঞাসাবাদের স্বীকার করে, তারা হিরোইন বিক্রয় করার জন্য বহন করে নিয়ে যাচ্ছিলো। 

আটককৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।