২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৫:১০ অপরাহ্ন


কেউ উপকার করলে যে দোয়া করবেন
ধর্ম ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-০৯-২০২২
কেউ উপকার করলে যে দোয়া করবেন ফাইল ফটো


অসহায়-বিপদগ্রস্ত মানুষকে মুক্ত হস্তে দান করেন, সমাজে এমন অনেক লোক রয়েছে। যারা অভুক্ত মানুষকে খাদ্য দান করেন। অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করেন থাকেন। নানান কারণে মানুষের বিভিন্ন উপকার করে থাকেন। এসব উপকারীদের জন্য দোয়া করতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোর তাগিদ দিয়েছেন। দোয়াটি হলো-

أَللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْلِهُمْ وَارْحَمْهُم

উচ্চারণ : ‘আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাক্বতাহুম, ওয়াগফিরলাহুম, ওয়ারহামহুম।’

অর্থ : ‘হে আল্লাহ! তুমি তাদের যা দান করেছ তাতে তুমি বরকত দাও এবং তাদেরকে তুমি ক্ষমা করে দাও ও তাদের প্রতি দয়া করো।’ (তিরমিজি, মুসলিম)

সুতরাং দানকারী, সাহায্যকারী, খাদ্য বিতরণকারীর জন্য দোয়া করা অত্যন্ত আবশ্যক। আল্লাহ তাআল উম্মাতে মুসলিমাকে নিয়ামাতের শুকরিয়া আদায় এবং সহযোগিতা প্রদানকারীদের প্রতি দোয়া ও রহমত কামনা করার তাওফিক দান করুন। আমিন।