২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৬:০৫:০৪ পূর্বাহ্ন


শিক্ষার্থী নিহতের ঘটনায় সাত দফা দাবি মেনে নেয়ার আশ্বাস রাবি প্রশাসনের
আল্-মারুফ, রাবি প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০২-২০২২
শিক্ষার্থী নিহতের ঘটনায় সাত দফা দাবি মেনে নেয়ার আশ্বাস রাবি প্রশাসনের ফাইল ফটো


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রাতে চারুকলার শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আজ বুধবার (০২ ফেব্রুয়ারি) বিকাল চার ঘটিকার সময়ে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। 

এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য ও প্রশাসনের নিকট সাত দফা দাবি জানানো হয়। পাশাপাশি রাকসু, নিরাপত্তাসহ বেশকিছু দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি গুলো হচ্ছে-

১।হিমেলের পরিবারকে ৫ কোটি টাকা যেকোনো উপায়ে হস্তান্তর নিশ্চিত করতে হবে। 

২। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

৩। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফুটওভার ব্রীজ স্থাপন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী না করা পর্যন্ত সকল ধরনের ভারী যানচলাচল ও নির্মাণকাজ বন্ধ রাখতে হবে। 

৪। আহত রিমেল যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে। 

৫। নির্মাণাধীন বিজ্ঞান ভবনটি তার নামে হতে হবে। পাশে সড়কটি তার নামে নামকরণ করতে হবে। ভবনের পাশে শহীদ হিমেলের নামে স্মৃতিফলক নির্মাণ করতে হবে। 

৬। এ ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভার, টিকাদার সবাইকে  সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 

৭। বিশ্ববিদ্যালয়ের মেইনগেট, কাজলা ও বিনোদপুর গেটে শিক্ষার্থীদের জীবনঝুঁকি এড়াতে অনতিবিলম্বে ফুটওভার ব্রিজ স্থাপন করতে হবে। 

আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবিদাওয়া শোনেন এবং মেনে নেয়ার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু। 

রাজশাহীর সময় /এএইচ