১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০১:৩৮:৩৫ অপরাহ্ন


চারঘাটে ফেনসিডিলসহ রবিউল মেম্বার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ১৪-০৯-২০২২
চারঘাটে ফেনসিডিলসহ রবিউল মেম্বার গ্রেফতার চারঘাটে ফেনসিডিলসহ রবিউল মেম্বার গ্রেফতার


রাজশাহীর চারঘাটে ১৪ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শ্রীখণ্ডী মধ্যপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম।

আটক রবিউল ইসলাম ইউসুফপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও শ্রীখণ্ডী গ্রামের তফছের আলীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে পুলিশের একটি টহল দল জয়পুর বাজারে অবস্থান করছিল। এ সময় তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, এক ব্যক্তি বাজার করা ব্যাগের ভেতরে ফেনসিডিল নিয়ে শ্রীখণ্ডী মধ্যপাড়া গ্রামে অবস্থান করছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি করে ১৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ জানতে পারে গ্রেপ্তার রবিউল ইসলাম ওই ওয়ার্ডের ইউপি সদস্য।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, ইউপি সদস্য রবিউল ইসলাম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আজ (বুধবার) তাঁকে ১৪ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদক মামলা রুজু করা হয়েছে।