২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:৪৭:৫৯ অপরাহ্ন


শ্রীলঙ্কার টার্গেট এবার বিশ্বকাপ
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-০৯-২০২২
শ্রীলঙ্কার টার্গেট এবার বিশ্বকাপ ফাইল ফটো


২৭ আগস্ট আফগানিস্তানের কাছে ১০৫ রানে গুটিয়ে যাওয়ার পর কে ভেবেছিল শ্রীলঙ্কা ফাইনাল খেলবে? বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ তো লঙ্কান দলে কোনো বিশ্বমানের ক্রিকেটারই দেখেননি! সেই শ্রীলঙ্কা সুপার ফোরের সব ম্যাচ জিতেছে, ফাইনালেও টস নামক জুজুকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে। এবার তাদের নজরে আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপ।

অধিনায়ক দাসুন শানাকাসহ লঙ্কান ক্রিকেটারদের বিশ্বাস এই শিরোপা তাঁদের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। 'গত দুই-তিন বছর ধরে আমরা কিন্তু ভালো ক্রিকেটই খেলছিলাম। কিন্তু জিততে পারছিলাম না। তবে আমার মনে হয়, এবার আমাদের ক্রিকেট ঘুরে দাঁড়াবে। আমাদের বর্তমান দলের ক্রিকেটাররা অন্তত ৫-৬ বছর খেলবে। তাই আগামী কয়েক বছর চিন্তার কিছু নেই।'

মজার বিষয় হলো, টানা পাঁচ ম্যাচ জিতে এশিয়া কাপজয়ী দলটিকে আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাছাইপর্ব খেলতে হবে। ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া মূলপর্বে হেভিওয়েটদের সঙ্গে জায়গা করে নিতে হলে বাছাইপর্ব উতরাতে হবে লঙ্কানদের। 'গত বছরও আমরা বাছাইপর্ব খেলেছিলাম। গত ৩-৪ বছর ধরে আমাদের এই দলটিই কিন্তু আছে। এতদিন একত্রে খেলার ফলাফল আমরা পেতে শুরু করেছি। বাছাইপর্ব খেলাটাও আমাদের জন্য সহায়ক হবে। কারণ মূলপর্বে যাওয়ার আগে বাছাইপর্ব খেলার মধ্য দিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা চমৎকার সুযোগ রয়েছে আমাদের।'