২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৬:২৭:৫৮ অপরাহ্ন


রাজশাহীতে পদ্মা নদীর প্রবল স্রোতে নৌকাডুবি, নিখোঁজ ৩
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২২
রাজশাহীতে পদ্মা নদীর প্রবল স্রোতে নৌকাডুবি, নিখোঁজ ৩ নিখোঁজদের উদ্ধারে অভিযান করেছে ফায়ার সার্ভিস।


রাজশাহীতে পদ্মা নদীর প্রবল স্রোতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিখোঁজ রয়েছেন।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নগরীর কাটাখালী ডগারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ তিনজন হলেন- মো. নবী, মো. সাদেক ও মো. নাজু। তাদের সবার বাড়িই নগরীর মতিহার এলাকায়। নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, সকালে অন্তত ছোট নৌকায় ২০ জন নদীর দক্ষিণ দিকের ১০ নম্বর চরে যাচ্ছিলেন কৃষি কাজ করতে। এ সময় নৌকাটি ডুবে যায়। দমকল বাহিনী উদ্ধার করতে গেলে তাদের সামনে আরও একটি নৌকা তিনজন যাত্রী নিয়ে ডুবে যায়। তাদের তিনজনকেই উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তবে প্রথম নৌকার ২০ যাত্রীর মধ্যে তিন জনের সন্ধান এখনো মেলেনি। তাদের উদ্ধারে কাজ চলছে।