২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০১:১২:৫৪ অপরাহ্ন


ক্ষতিকর কেমিক্যাল এবং কাপড়ে ব্যবহৃত রং দিয়ে বার্থডে কেক, বিস্কুট তৈরি: মোবাইল কোর্টের জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২২
ক্ষতিকর কেমিক্যাল এবং কাপড়ে ব্যবহৃত রং দিয়ে বার্থডে কেক, বিস্কুট তৈরি:  মোবাইল কোর্টের জরিমানা ক্ষতিকর কেমিক্যাল এবং কাপড়ে ব্যবহৃত রং দিয়ে বার্থডে কেক, বিস্কুট তৈরি: মোবাইল কোর্টের জরিমানা


রাজশাহী তানোর উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ক্ষতিকর কেমিক্যাল এবং কাপড়ে ব্যবহৃত রং দিয়ে বার্থডে কেক, বিস্কুট তৈরি করা অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিসের সমন্বয়ে এ অভিযান পরিচলানা কেরা হয়। 

এ সময় মেসার্স রত্না বেকারি, ও  মেসার্স আল আমিন ফুড প্রোডাক্টস, তানোর, রাজশাহী নামীয় প্রতিষ্ঠান দু'টি বিএসটিআইয়ের অনুমোদন বিহীন ও ব্যবহার নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ে ব্যবহৃত রং দিয়ে বার্থডে কেক ও বিস্কুট পণ্য উৎপাদন, বিক্রি ও মজুদ লক্ষ্য করায় ১০ হাটার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে বিপুল পরিমাণ পণ্য জব্দপূর্বক জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পঙ্কজ চন্দ্র দেবনাথ।  অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী-এর পক্ষে মোঃ শরীফ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও  মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট)।

মোঃ শরীফ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) জানান, ক্ষতিকর কেমিক্যাল এবং কাপড়ে ব্যবহৃত রং দিয়ে বার্থডে কেক, বিস্কুট তৈরি করায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে অনুরূপ অপরাধ প্রমানিত হলে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে  বলে সতর্ক করা হয় বলেও জানান তিনি।

রাজশাহীর সময় / এফ কে