১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৩:৫৭:০৬ পূর্বাহ্ন


রুয়েটে জরুরী সভা অনুষ্ঠিত
মাসুদ রানা রাব্বানী:
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২২
রুয়েটে জরুরী সভা অনুষ্ঠিত রুয়েটে জরুরী সভা অনুষ্ঠিত


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখ এর সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ৯৫ তম (জরুরী) সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা জারির পরিপ্রেক্ষিতে এই সিন্ডিকেট (জরুরী) সভা অনুষ্ঠিত হয়।

রুয়েট সিন্ডিকেটের সদস্য সচিব ও রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন জানান, আগামী ২২ জানুয়রি হতে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত রুয়েটের স্নাতক শ্রেণীর নিয়মিত সেমিস্টারের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও ক্লাশসমূহ বন্ধ থাকবে। তবে স্বাস্থ্য বিধি মেনে অন্যান্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু থাকবে। যথাযথ স্বাস্থ্য বিধি মেনে আবাসিক হলসমূহ খোলা থাকবে।  

তিনি আরও জানান, জরুরী প্রয়োজন ব্যতীত বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অব¯হান না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কমর্চারী নিজ নিজ কর্ম¯হলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কাজসমূহ বিভাগীয় প্রধান/শাখা প্রধানের তত্ত্বাবধায়নে সুষ্ঠু সম্পন্ন।

রাজশাহীর সময় / এফ কে