১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৩:১৪:৫৪ অপরাহ্ন


পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘ইঞ্জিনিয়ারস ফেস্ট-২০২২’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২২
পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘ইঞ্জিনিয়ারস ফেস্ট-২০২২’ অনুষ্ঠিত পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘ইঞ্জিনিয়ারস ফেস্ট-২০২২’ অনুষ্ঠিত


পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এর উদ্যোগে ৩ সেপ্টেম্বর শনিবার ‘ইঞ্জিনিয়ারস ফেস্ট-২০২২’ অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্প প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, স্কলারলি বক্তৃতা এবং সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম, উপাচার্য প্রফেসর ড. মো. মোজাফফর হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. আ.ন.ম রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহ্মদ চিশ্তী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. আলাউদ্দিন, বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকারসহ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।