২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১২:৩৬:৪২ পূর্বাহ্ন


রাজশাহী রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২ অনুষ্ঠিত, নীরো সভাপতি ও আবু হেনা সাধাঃ সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২২
রাজশাহী রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২ অনুষ্ঠিত, নীরো সভাপতি  ও আবু হেনা সাধাঃ সম্পাদক নির্বাচিত নীরো সভাপতি ও আবু হেনা সাধাঃ সম্পাদক নির্বাচিত


রাজশাহী রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এস এম আব্দুল মুগনী নীরো সভাপতি ও আবু হেনা মোস্তফা জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে রুয়েট ক্যাফরেটিয়ায় রাজশাহী রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন এস এম আব্দুল মুগনী নীরো। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন। 

সভায় বক্তব্য রাখেন দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানী, অনলাইন নিউজ পোর্টাল মতিহার বার্তা ডটকমের সম্পাদক ও প্রকাশক মোঃ আনোয়ার হোসেন ও আমাদের নতুন সময়ের রাজশাহীর প্রতিনিধি ইফতেখার আলম বিশাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

গত ৪আগস্ট ২০২২ কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন মেয়াদে দুই বৎসরের জন্য কমিটি গঠনের প্রস্তাব আসলে সাধারণ সদস্যরা নির্বাচনের দাবী জানালে সাধারণ সভার দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে ভোটাররা তাদের ভোট প্রয়োগের  মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। ৪৮ জন সদস্যের মধ্যে উপস্থিত ২৪ জন সদস্য ভোট প্রদান করেন। দৈনিক রাজশাহীর আলোর নির্বাহী সম্পাদক এস এম আব্দুল মুগনী নীরো ১৮টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৬ ভোট। অন্যদিকে সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু হেনা মোস্তফা জামান ২২ ভোট পেয়ে  সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ২ ভোট। 

নির্বাচন পরিচালনা করেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ) কর্তৃৃক গঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাড: মোঃ নিজাম উদ্দিন, নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন যথাক্রমে প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান খান মুক্তা ও প্রফেসার ড. মোঃ আব্দুল খালেক।

এর আগে দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।