২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৪১:৩০ পূর্বাহ্ন


নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরল জেলে
মো. আবদুল্লাহ-আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২২
নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরল জেলে ফাইল ফটো


নাটোরের বাগাতিপাড়ায় মাছ ধরতে গিয়ে বড়াল নদীতে ডুবে দবির শাহ (৫৫) নামের এক জেলেরমৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে সাড়ে ৪ টার দিকে বাগাতিপাড়া  ও বড়াইগ্রাম উপজেলার বড়াল নদীর সীমান্তবর্তী এলাকাথেকে বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। 

নিহত দবির শাহ (৫৫) বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চন্দ্রখইর এলাকার রহমত আলীর ছেলে ।

বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন মাষ্টার আকরামুল হাসান তুষার জানান, মৃত ব্যাক্তি দুপুর আনুমানিক ২ টার দিকে  মাছ ধরতে বড়াল নদীতে গিয়ে জালের সাথে পেচিয়ে নদীতে পড়ে যান। প্রবল স্রােতের কারণে নদী থেকে উঠতে না পারায় স্থানীয়রা ৯৯৯ এ ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের নিয়ে উদ্ধার কাজ শুরু করেন ।পরে দেড় ঘণ্টার অভিযানে  জালের সঙ্গে আটকে থাকা অবস্থায় বড়াল নদীর বড়াইগ্রাম সীমানা থেকেলাশটি উদ্ধার করা হয়।

ইউপি চেয়াম্যান মাহাবুর রহমান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মৃত্যু নিয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় উদ্ধারের পর লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।