২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৮:১৮:২৭ পূর্বাহ্ন


করোনায় আক্রান্ত মেয়র লিটন এর দ্রুত সুস্থ্যতা কামনায় জীবনতরীর উদ্দ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ ফায়সাল হোসেনঃ
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২২
করোনায় আক্রান্ত মেয়র লিটন এর দ্রুত সুস্থ্যতা কামনায় জীবনতরীর উদ্দ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত করোনায় আক্রান্ত মেয়র লিটন এর দ্রুত সুস্থতা কামনায় জীবনতরীর উদ্দ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত


বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ২’শত কম্বল বিতরণ করা হয়।

শুক্রবার বিকেল ৪টায় নগরীর ভদ্রা এলাকায় অবস্থিত জীবন তরী সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে নগরীর বিভিন্ন এলাকার গরীব, অসহায় ও দুস্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ মারুফ হোসেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, রাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনারুল আমিন আজব। বিশেষ অতিথি ছিলেন মোঃ আসরাফুল আলম সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (উদ্ভিদ বিজ্ঞান) রাজশাহী সরকারী সিটি কলেজ , প্রকৌশলী মোঃ খাজা তারেক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, ডাঃ রেজা নাসিম আহম্মেদ রনি, সহকারী অধ্যাপক রামেক হাসপাতাল, মোঃ আব্দুল কাদের, সভাপতি ২৬ নং ওয়ার্ড বাংলাদেশ আ’লীগ রাজশাহী মহানগর, মোঃ সানোয়ার হোসেন , প্রভাষক ললিত মোহন ডিগ্রি কলেজ (অনার্স) তানোর, রাজশাহী, পরিমল কুমার ঘোষ , প্রোঃ রসমেলা, সাহেববাজার, ও আজিবন সদস্য রাজশাহী মহানগর প্রেসক্লাব ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটি। 

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক (সমাজ বিজ্ঞান) ও অনুষ্ঠান ঘোষক বাংলাদেশ বেতার, রাজশাহী। 

অনুষ্ঠানে সভাপতি মোঃ মারুফ হোসেন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় আক্রান্ত হওয়ায় আমরা রাজশাহীবাসী মর্মাহত। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠান পুরো রাজশাহীজুড়ে অব্যাহত রয়েছে। আমরা মনে প্রানে চাই মেয়র লিটন দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন। সেই সাথে রাজশাহীর চলমান কাজগুলি সম্পন্ন করে সুন্দর, সবুজ আধুনিক ও আলোকিত নগরী উপহার দিবেন রাজশাহীবাসীকে। 

তিনি আরও বলেন, জীবন তরী সমাজ কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সমাজ কল্যাণ মূলক ও অলাভজনক প্রতিষ্ঠান। গরীব অসহায় জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। 

রাজশাহীর সময় / এম আর