২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:৪৩:০৮ অপরাহ্ন


২০২৬ সালে ‘ফর্মুলা ওয়ান’-এ নিজেদের যাত্রা শুরু করছে অডি
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৮-২০২২
২০২৬ সালে ‘ফর্মুলা ওয়ান’-এ নিজেদের যাত্রা শুরু করছে অডি ফাইল ফটো


অডি ২০২৬ থেকে ‘ফর্মুলা ওয়ান’ রেসে যোগ দিতে যাচ্ছে। শুক্রবার (২৬ আগস্ট) অডি বোর্ডের চেয়ারম্যান মার্কাস ডুসম্যান আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

জার্মান গাড়ি কোম্পানি অডি শুক্রবার আনুষ্ঠানিকভাবে এফ ১ এ পাওয়ার-ইউনিট প্রস্তুতকারক হিসেবে নিবন্ধিত হয়েছে। এই আনুষ্ঠানিক ঘোষণার পর অডি বোর্ডের চেয়ারম্যান মার্কাস ডুসম্যান বলেন, 'আপনি যদি লে ম্যানস, ডিটিএম এবং ফর্মুলা ই সম্পর্কে চিন্তা করেন, তবে সেখানে আমরা সবসময় খুব সফল ছিলাম। আমরা এফ ওয়ান-এ এই সাফল্যের গল্পটি চালিয়ে যেতে চাই।'

এদিকে অডি তাদের নিজস্ব দল নিয়োগ দেবে নাকি কেবল ইঞ্জিন সরবরাহ করবে তা এখনো জানায়নি। বছরের শেষে এই বিষয়ে ঘোষণা করা হবে। অডি সুইসভিত্তিক সাবার দলের দায়িত্ব নেবে বলে আশা করা হচ্ছে, যেটি বর্তমানে আলফা রোমিও হিসাবে চলে। কারণ অডি এমন ঘোষণা দেয়ার পর, আলফা রোমিওর মূল সংস্থা স্টেলান্টিস বলেছে, ২০২৩ সালের পর সাবেরের সঙ্গে তারা অংশীদারত্ব শেষ করবে। 

এদিকে বৈশ্বিক জ্বালানি নিয়ন্ত্রণে অডির গাড়িগুলো বিদ্যুৎচালিত হবে, যা জ্বালানিতে চাপ কিছুটা কমাবে। এমনটাই নিশ্চিত করেছেন অডি চেয়ারম্যান মার্কাস ডুসম্যান। তিনি বলেন, 'নতুন নিয়মের কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের গাড়িগুলোর ইঞ্জিন বৈদ্যুতিক উপাদানে তৈরি হবে এবং সম্পূর্ণরূপে টেকসই জ্বালানি বৈশিষ্ট্যযুক্ত করা হবে।' 

এ ব্যাপারে এফ ১ এর সভাপতি স্টেফানো ডোমেনিকালি বলেছেন, 'এটি আমাদের খেলাধুলার জন্য একটি বড় মুহূর্ত। এটি একটি বড় স্বীকৃতি যে ২০২৬ সালে টেকসই-ফুয়েলযুক্ত হাইব্রিড ইঞ্জিনে আমাদের পদক্ষেপ অটোমোটিভ সেক্টরের জন্য একটি ভবিষ্যৎ সমাধান। আমরা সবাই গ্রিডে অডির লোগো দেখার জন্য মুখিয়ে আছি।'

২০২৬ সালের এফ ১ এ ১.৬ লিটার টার্বো হাইব্রিড ইঞ্জিন চলবে গাড়িগুলোতে। কিন্তু ২০১৪ সাল থেকে ব্যবহৃত ইঞ্জিন থেকে অনেক পরিবর্তন আনা হবে।