২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৬:৩০:২১ পূর্বাহ্ন


জানুয়ারি মাসে রাজশাহীতে ২২ জন নারী ও শিশু নির্যাতনের শিকার
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২২
জানুয়ারি মাসে রাজশাহীতে ২২ জন নারী ও শিশু নির্যাতনের শিকার ফাইল ফটো


নতুন বছরের প্রথম মাসে (জানুয়ারি) রাজশাহীতে ২২ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে হত্যা ২, হত্যার চেষ্টা ২, আত্মহত্যা ৮, ধর্ষণ ২ জন, ধর্ষণ চেষ্টা ১, নির্যাতন ও যৌন নির্যাতন ৭ জন নারী ও শিশু।

উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে। লফস মনে করে অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে। যৌতুক ও পরকীয়ার কারনে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়াল পরকিয়াকে উৎসাহিত করছে।

লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী – শিশু নির্যাতন সহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দিষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।

রাজশাহীর সময় /এএইচ