০৩ Jul ২০২২, রবিবার, ১১:৪০:১২ পূর্বাহ্ন


পরীমনির অনুসরণকারী দেড় কোটির ঘরে পৌঁছালো
বিনোদন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২২
পরীমনির অনুসরণকারী দেড় কোটির ঘরে পৌঁছালো পরীমনি। ফাইল ফটো


দেশের বিনোদন জগতে জনপ্রিয়তায়, আলোচনায় কিংবা সমালোচনার তুঙ্গে একটাই নাম পরীমনি। ফেসবুকে দেশের তারকাদের মধ্যে সর্বোচ্চ ফলোয়ার তারই। এবার তার অনুসরণকারী পৌঁছালো দেড় কোটির ঘরে। 

গতকাল সোমবার এ মাইলফলক স্পর্শ করে পরীমনির ফেসবুক পেজ। তার বর্তমান ফলোয়ার সংখ্যা এক কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৬২৩ জন। পরীমনির ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, সেখানে তার বর্তমান ব্যক্তিজীবনের নানা স্থিরচিত্র। বর শরীফুল রাজের সঙ্গে তার দাম্পত্য জীবনের নানা মুহূর্ত শেয়ার করছেন তিনি সেখানে। ভক্তরাও প্রিয় তারকার আপডেট পেতে দারুণ ভালোবাসছেন। যা লাইক ও কমেন্ট সংখ্যা দেখলেই টের পাওয়া যায়।

চলচ্চিত্র তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় পরীর পরে রয়েছেন নায়িকা পূর্ণিমা। তার ফলোয়ার সংখ্যা ৯৭ লাখ। অপু বিশ্বাসের ফেসবুক পেজে ফলোয়ার সংখ্য ৮৭ লাখ। এছাড়া জয়া আহসান ও শাকিব খানের ফলোয়ার ৫৬ লাখ।

সম্প্রতি বিয়ের পর অন্তঃসত্বা পরী নিজের ও অনাগত সন্তানের জন্য নিজেকে সামলে রাখছেন সবকিছু থেকেই। শুটিং কিংবা বহুল আলোচিত শিল্পী সমিতির ভোট, কোথাও দেখা মিলছে না তার। মাতৃত্বকালীন ছুটি শেষে ফের সক্রিয় হবেন ক্যামেরার সামনে।

রাজশাহীর সময় /এএইচ