২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১১:০৩:৪৭ পূর্বাহ্ন


আফগানিস্তানে খুলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২২
আফগানিস্তানে খুলে যাচ্ছে বিশ্ববিদ্যালয় ফাইল ফটো


অবশেষে ২ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী শেখ আবদুল বাকি হাকানি।

রোববার তিনি এ ঘোষণা দেন। তবে সেখানে মেয়েরা পড়াশোনার সুযোগ পাবেন কিনা সেই বিষয়ে স্পষ্টভাবে কোনো কিছু জানাননি তিনি।

শেখ আবদুল বাকি হাকানি একটি সংবাদ সম্মেলনে জানান, দেশের গ্রীষ্মপ্রধান অঞ্চলগুলোতে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। অন্যদিকে শীতপ্রধান প্রদেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে পাঠদান শুরু হবে। তবে সংবাদ সম্মেলনে ছাত্রীদের নিয়ে কোনো মন্তব্য করেননি তালিবান মন্ত্রী।কারণ মেয়ে শিক্ষার্থীদের পৃথক শ্রেণিকক্ষে শিক্ষাদানের ব্যবস্থা করা হবে বলে ইতিপূর্বে ইঙ্গিত দিয়েছিলেন তালিবান কর্মকর্তারা।

ইতোমধ্যে দেশের অধিকাংশ উচ্চবিদ্যালয় খুলে দিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। তবে সেগুলো কেবল ছাত্রদের স্কুল। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পঠনপাঠন শুরু হয়েছে। তবে সেখানেও মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

রাজশাহীর সময় /এএইচ