২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩১:২৩ অপরাহ্ন


মোহনপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
মোহনপুর প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৮-২০২২
মোহনপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ মোহনপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫


রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বিকেল ৬টার দিকে পত্রপুর আমতলা মোড়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন: সিএনজির ড্রাইভার মোহনপুর উপজেলার ধুরইল মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে  আব্দুল কাদের(৫০), নওগা জেলার নিয়ামতপুর উপজেরার ছাত্রা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে সওকত আলী(৩৫), তার স্ত্রী ফাতেমাতুজ্জ যোহরা(৩০), সাজুর স্ত্রী সাবানা খাতুন(৩৫), নওগা জেলার নিয়ামতপুর উপজেলার করনজাই গ্রামের আনদাজ আলীর ছেলে আশরাফুল আলম(২০)। 

এলাকা বাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৬টার দিকে রাজশাহী যাওয়ার পথে সিএনজির আগের চাকা পানচার হয়ে গেলে সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বাম দিক থেকে ডান দিকে চলে যায় এবং নওগাগামী ট্রাক রাজ-মেট্রো-ট ১১-০৪২৭ এর সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি ডুমড়ে মুসড়ে যায় এবং সিএনজিতে থাকা যাত্রীদেরকে পুলিশ ও এলাকাবাসী উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। 

এ বিষয়ে অফিসার ইনচার্জ(ওসি) তৌহিদুল ইসলাম বলেন, কেউ যদি এই বিষয়ে অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।