২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৩:৩৭:১০ অপরাহ্ন


বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
  • আপডেট করা হয়েছে : ১৫-০৮-২০২২
বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত


“ জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

 স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও   জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) বিকাল ৪ টায় পুলিশ লাইন্স ড্রীল শেডে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রশীদুল হাসান, পিপিএম , অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমা মহোদয়। অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।

প্রধান আলোচক হিসেবে ' বঙ্গবন্ধুর আদর্শ,  দর্শন ও  জাতীয় শোক দিবসের তাৎপর্য  '  বিষয়ের  উপর আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সম্মানিত অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে। আলোচনা পর্ব শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।