২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০১:৪৮:৩১ পূর্বাহ্ন


সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারীসহ গ্রেফতার ২
আবু হেনা
  • আপডেট করা হয়েছে : ১৫-০৮-২০২২
সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারীসহ গ্রেফতার ২ সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারীসহ গ্রেফতার ২


সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫১ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক কারবারীসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

সোমবার (১৫ আগস্ট) সকাল সোয়া ৬টায় রায়গঞ্জ থানাধীন ৯নং ব্রহ্মগাছা ইউনিয়ন অর্ন্তগত বারইভাগ (নয়াপাড়া) গ্রাম হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন বারইভাগ (নয়াপাড়া) গ্রামের আব্দুল সাত্তার খানের ছেলে আব্দুল মমিন খান(২৭) ও একই গ্রামের আব্দুল মমিন খানের স্ত্রী মোছাঃ নাসরিন আক্তার(২৩)।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ৯নং ব্রহ্মগাছা ইউনিয়ন অর্ন্তগত বারইভাগ (নয়াপাড়া) গ্রামে মোঃ আব্দুল মমিন খান তার নিজ বাড়ির সামনে নারিকেল গাছের নিচে মাদক নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিডিলসহ মোঃ আব্দুল মমিন ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।   

র‌্যাব আরও জানায়, এই মাদক কারবারীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।