১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৭:০৪:০৫ পূর্বাহ্ন


শোকাবহ আগস্টের কর্মসূচীর অংশ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচী
স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২২
শোকাবহ আগস্টের কর্মসূচীর অংশ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচী শোকাবহ আগস্টের কর্মসূচীর অংশ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচী


শোকাবহ আগস্টের কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের আয়োজনে এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বি এম এ, রাজশাহীর সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচীর প্রথম দিনে আজ রবিবার সকাল ৯টায় নগরীর শাহ্ মখদুম কলেজে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের অন্তর্গত বোয়ালিয়া (পূর্ব) থানার অন্তর্ভূক্ত সকল ওয়ার্ডের সহস্রাধিক অসুস্থ্য রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান, ঔষুধ সরবরাহ করা হয় ও জটিল রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। 

উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ চিন্ময় কান্তি দাস, স্বাধীনতা চিকিৎসা পরিষদ, রাজশাহীর সভাপতি প্রফেসর ডাঃ খলিলুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিএমএ রাজশাহীর সাধারণ সম্পাদক ডাঃ নওশাদ আলী, প্রফেসর বিএমএ রাজশাহীর কোষাধক্ষ্য ডাঃ হাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রাফি সহ ডাঃ আসিফ ইকবাল, ডাঃ সুব্রত ঘোষ, ডাঃ শিউলি, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ আরিফুল আলম সুমন, ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ সুজিত কুমার সরকার, ডাঃ জামিল মুন্না, ডাঃ অংকুর স্যানাল, ডাঃ মোঃ তন্ময় হক , ডাঃ মিথুন মাহবুব খান, ডাঃ অর্ঘ্য প্রতিম দাম, ডাঃ পারভেজ ইউসুফ সাবেরী নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জসি, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রনি প্রমুখ।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সকল চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে সাধারণ জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হবে আশ্বস্ত করেন।