১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৭:১২:২১ পূর্বাহ্ন


সাপের কামড়: হাসপাতালে পৌঁছানোর আগেই স্কুল স্কুলছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২২
সাপের কামড়: হাসপাতালে পৌঁছানোর আগেই  স্কুল স্কুলছাত্রের মৃত্যু সাপের কামড়: হাসপাতালে পৌঁছানোর আগেই স্কুল স্কুলছাত্রের মৃত্যু


রাজশাহীর পুঠিয়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ওই স্কুল ছাত্রের নাম কামড়ে তামিম হোসেন (৮)।

রোববার (১৪) আগস্ট ভোর রাতে এ ঘটনা ঘটে।

নিহত তামিম হোসেন উপজেলার ধোপাপাড়া গ্রামের নবি হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। 

তামিমের বাবা নবি হোসেন জানান, রাতে লেখাপড়া শেষে খাওয়ার পর তার সন্তান নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। শেষ রাতে সাপে কামড়ালে চিৎকার দেয়। এরপরে দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

রাজশাহীর পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যুর বিষটি আমি শুনেছি।  

তবে তাঁর পরিবারের কোনো অভিযোগ নেই। তাই তামিমের লাশ দাফনের ব্যবস্থা করতে তার পরিবারকে নির্দেশ দেয়া হয়েছে।