১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:৪৬:৩৮ পূর্বাহ্ন


অভিযানে গিয়ে আক্রমণের শিকার বন কর্মীরা
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৩-০৮-২০২২
অভিযানে গিয়ে আক্রমণের শিকার বন কর্মীরা অভিযানে গিয়ে আক্রমণের শিকার বন কর্মীরা


সাতক্ষীরার শ্যামনগরে অবৈধ কাঁকড়া জব্দ করার সময় ব্যবসায়ীদের আক্রমণের শিকার হয়েছেন বন বিভাগের সদস্যরা।

শনিবার (১৩ আগস্ট) সকাল ৬টায় গাবুরার হরিসখালি থেকে সুন্দরবনে অবৈধভাবে ঢুকে কাঁকড়া ধরে ফেরার সময় এ ঘটনা ঘটে।

সিপিজির দেওয়া তথ্য অনুযায়ী, গাবুরার হরিসখালি থেকে সুন্দরবনে অবৈধভাবে ঢুকে কাঁকড়া ধরে ফিরছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা নুর আলমের নেতৃত্বে একটি দল। 

এ সময় তারা কাঁকড়া বহনকারী একটি ভ্যান জব্দ করে। পরে ওই কাঁকড়া বহনকারী ভ্যান নেয়ার পথে স্থানীয় কাঁকড়া ব্যবসায়ীরা আক্রমণ চালিয়ে তা ছিনিয়ে নেয়। এ সময় সিপিজির একজন সদস্য আহত হন।

বুড়িগোয়ালিনীর স্টেশন কর্মকর্তা নুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন থেকে অবৈধভাবে আনা কাঁকড়া জব্দ করতে গেলে স্থানীয় ব্যবসায়ীদের রোষানলে পড়তে হয়। এ সময় আমাদের সিপিজির সদস্যদের একজন আহত হয়েছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেন তিনি।