১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০২:০৯:২৭ অপরাহ্ন


রাজশাহীতে ভূমি অধিগ্রহণে ৩৩ জন ক্ষতিগ্রস্তের হাতে ১২ কোটি টাকার চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-০৮-২০২২
রাজশাহীতে ভূমি অধিগ্রহণে ৩৩ জন ক্ষতিগ্রস্তের হাতে ১২ কোটি টাকার চেক বিতরণ রাজশাহীতে ভূমি অধিগ্রহণে ৩৩ জন ক্ষতিগ্রস্তের হাতে ১২ কোটি টাকার চেক বিতরণ


রাজশাহী মহানগরীতে বিকেএসপি প্রতিষ্ঠান নির্মাণ, বাফার গুদাম নির্মাণ ও মহানগরীর সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহণ করা হয়েছে। ভূমি অধিগ্রহণের ফলে ৩৩ জন ক্ষতিগ্রস্তের হাতে ১২ কোটি টাকা ক্ষতিপূরণের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুল জলিল।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন তিনি।

এ সময় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের কাছে জানতে চান, এই চেক পেতে কোনো হয়রানি হতে হয়েছে কী না। উপস্থিত চেক গ্রহীতরা জানান, কোনো ধরনের হয়রানি ছাড়াই তারা ক্ষতিপূরণের চেক পেয়েছেন। এ জন্য কাউকে কোনো ঘুষ দিতে হয়নি। কোনো হয়রানি ছাড়াই দ্রুত সময়ের মধ্যে চেক পেয়েছেন বলে জানান তারা। উপস্থিত সবাই জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।