২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১১:৫৩:২০ অপরাহ্ন


শ্যামপুরে কারখানায় ট্রান্সফরমার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২২
শ্যামপুরে কারখানায় ট্রান্সফরমার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ ফাইল ফটো


রাজধানীর শ্যামপুরে একটি স্টিল কারখানায় ট্রান্সফরমার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সালাম স্টিল মিলের গেটের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আকাঈদ (২৫), মো. রনি (২৯), সুনীল চন্দ্র রায় (৪০) ও রতন (৩৫)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা কারখানার সুপারভাইজার মো. সুমন জানান, চারজনই সালাম স্টিল মিলের শ্রমিক। কাজ শেষ করে সন্ধ্যার দিকে চারজন মিলের গেটের পাশে পানি দিয়ে হাত মুখ পরিষ্কার করছিলেন। এ সময় পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুনের ফুলকি চারজনের শরীরে পড়ে। এরপর তাদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, রতনের শরীরে ২৫ শতাংশ, সুনীলের ২২ শতাংশ, রনি ও আকাঈদের ৫ শতাংস করে দগ্ধ হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।