২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৬:৪২:২২ অপরাহ্ন


যেসব নামাজ পড়লে জান্নাতে ঘর পাবেন মুমিন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০৮-২০২২
যেসব নামাজ পড়লে জান্নাতে ঘর পাবেন মুমিন ফাইল ফটো


সহজ আমলেই জান্নাতের আবাস! কত চমৎকার ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবি। নামাজ পড়লেই জান্নাতে নির্মিত হবে ঘর। হাদিসে পাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন ঘোষণা দিয়েছেন। কী সেই সব নামাজ; যা পড়লে জান্নাতে ঘর পাবেন মুমিন?

হজরত উম্মে হাবিবাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘যে ব্যক্তি রাতে ও দিনে ১২ রাকাত সুন্নাত নামাজ আদায় করে, বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। হজরত উম্মে হাবিবাহ রাদিয়াল্লাহু আনহা বলেন যে, এ হাদিস শোনার পর থেকে কখনো আমি এ নামাজগুলো পরিত্যাগ করিনি। (মুসলিম)

১২ রাকাত নামাজের বিবরণ

১. ফজরের ফরজের আগে ২ রাকাত।

২. জোহরের ফরজের আগে ৪ রাকাত এবং পরে ২ রাকাত।

৩. মাগরিবের ফরজের পরে ২ রাকাত। এবং

৪. এশার ফরজের পরে ২ রাকাত।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, অল্প আমলেই জান্নাতের আবাস তৈরির সুযোগ গ্রহণ করা। হাদিসের ওপর যথাযথ আমল করা। জান্নাতে ঘর পাওয়ার সযোগ গ্রহণ করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে উল্লেখিত ১২ রাকাত নামাজ নিয়মিত পড়ার তাওফিক দান করুন। হাদিসের ওপর আমল করে ঘোষিত ফজিলত পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

রাজশাহীর সময়/এ