২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০১:৫০:৫০ অপরাহ্ন


কাবুল স্টেডিয়ামে চলছিল টি-২০ ম্যাচ, তারমধ্যেই বিস্ফোরণ
ক্রিড়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২২
কাবুল স্টেডিয়ামে চলছিল টি-২০ ম্যাচ, তারমধ্যেই বিস্ফোরণ কাবুল স্টেডিয়ামে চলছিল টি-২০ ম্যাচ, তারমধ্যেই বিস্ফোরণ


মাঠে তখন চলছে টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ। হঠাৎ কেঁপে উঠল গোটা স্টেডিয়াম। আত্মঘাতী হামলায় ঘটল ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটল কাবুলে ।

জানা গেছে, এই ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। আফাগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, এদিন কাবুলের মূল ক্রিকেট স্টেডিয়ামে একটি ঘরোয়া লিগের ম্যাচ চলছিল। সেই ম্যাচ চলাকালীনই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, বিস্ফোরণের পরেই ক্রিকেটারদের একটি নিরাপদ বাঙ্কারের মধ্যে নিয়ে যাওয়া হয়। 

খবর, সেই সময় বন্দে আমির ড্রাগনস এবং পামির জালমির মধ্যে এই খেলা চলছিল। ২০১৩ সালে এই লিগ শুরু হয়।  স্পাগিজা ক্রিকেট লিগে এদিন নেমেছিল স্থানীয় দুই দল। সেই খেলা চলাকালীনই এই বিস্ফোরণ ঘটে। মাঠে তখন দর্শক ভর্তি ছিল। সেই ঘটনায় অনেকেই আহত হয়েছে বলে খবর। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এই আত্মঘাতী হামলার পেছনে কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় আতঙ্কের রেশ গোটা শহরে।