১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৭:৩১:৫৫ পূর্বাহ্ন


ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২২
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু ফাইল ফটো


ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল মৃধা রোমান (৩১) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বেলা পৌনে ১১টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জানান, রোমান আগেই মারা গেছেন।

তাকে সঙ্গে আসা কারারক্ষী ইমদাদুল হক বলেন, সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন রোমান। অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কি মামলায় রোমান হাজতি হিসেবে ছিলেন সে বিষয়ে কিছু জানি না। তার হাজতি নম্বর ২৯৮৭১/২১।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

রাজশাহীর সময়/এম