২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৩৬:৩১ অপরাহ্ন


রাজশাহীতে ডিবি পুলিশের নামে চাঁদাবাজি: হাতেনাতে গ্রেফতার চাঁদাবাজ কট্টি বাবু
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২২
রাজশাহীতে ডিবি পুলিশের নামে চাঁদাবাজি: হাতেনাতে গ্রেফতার চাঁদাবাজ কট্টি বাবু রাজশাহীতে ডিবি পুলিশের নামে চাঁদাবাজি: হাতেনাতে গ্রেফতার চাঁদাবাজ কট্টি বাবু


রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের নাম ভাঙ্গিয়ে একটি আবাসিক হোটেলে চাঁদাবাজি করার সময় মোঃ বাবু অরফে কট্টি বাবু অরফে পটু বাবু (৩৮) নামের এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এ সময় দরগাপাড়া এলাকার আনার (৩৭) নামের অপর এক চাঁদাবাজ পালিয়ে গেছে।

শনিবার (২৯ জানুয়ারী) রাত পৌনে ১০টায় মহানগরীর বোয়ালিয়া থানার সাহেব বাজার সুরমা অবাসিক হোটেল থেকে চাঁদা নেয়ার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোঃ বাবু অরফে কট্টি বাবুর অরফে পটু বাবু মহানগরীর বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকার মোঃ নবাবজানের ছেলে। 

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল। 

তিনি জানান, মোঃ বাবুসহ আজ্ঞাত ৩/৪জন সন্ত্রাসী দির্ঘদিন ধরে মহানগরীর সাহেব বাজার এলাকায় অবস্থিত পদ্মা, সুরমা, ওয়েলকাম, সূর্যমুখি, আশ্রয় অবাসিক হোটেলে ডিবি পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করে আসছে। চাঁদা না দিলে মারপিট, খুন ও ডিবি পুলিশকে দিয়ে গ্রেফতার করিয়ে মামলার ভয় দেখাতো। ফলে হোটেল মালিকরা প্রতি সপ্তাহে তাদের ১০ হাজার টাকা করে চাঁদা দিতো। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হোটেল মালিকরা গোয়েন্দা পুলিশ অবহিত করেন। 

এরপর গোয়েন্দা পুলিশ হোটেলগুলোতে সোর্স নিয়োগ করেন। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে মোঃ বাবু সুরমা আবাসিক হোটেলে গিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেয়ার সময় নগদ ৫০০ টাকাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। 

জিজ্ঞাসাবাদে বাবু স্বিকার করে, সে ও তার সহযোগীরা দির্ঘদিন ধরে সাহেব বাজার কাঁচা বাজার, মনিচত্বর, স্যান্ডেল জুতা পট্টি, জিরো পয়েন্ট ও পদ্মা গার্ডেন এলাকায় চাঁদাবাজি করে আসছে।

এ ব্যপারে বোয়ালিয়া মডেল থানায় বাবুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

উল্লেখ্য, গ্রেফতার বাবুর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ছিনতাই, চাঁদাবাজি সহ আরও ৫টি মামলা রয়েছে।

রাজশাহীর সময় / এম আর