২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৩:৩৮:৩০ অপরাহ্ন


চা ও ধূমপান একসঙ্গে করলে হতে পারে যেসব ভয়ঙ্কর রোগ
ফারহানা জেরিন
  • আপডেট করা হয়েছে : ২৮-০৭-২০২২
চা ও ধূমপান একসঙ্গে করলে হতে পারে যেসব ভয়ঙ্কর রোগ ফাইল ফটো


হাতে গ’রম চায়ের কাপ আর ঠোঁটে রাখেন জ্ব’লন্ত সিগারেট, বিষয়টা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণরা এই স্টাইলে অন্য রকম ফিল অনুভব করেন। তবে গবেষণা বলছে, এই ধরনের অভ্যাস বাড়াতে পারে ক্যা’নসারের ঝুঁ’কি!

সম্প্রতি ‘অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন’ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞানীরা জানান, যারা নিয়মিত ধূমপান ও ম’দ্যপান করেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম চা পান করাটা খাদ্যনালীর ক্যা’নসারের ঝুঁ’কি বাড়ায়।

বিজ্ঞানীদের গবেষণা বলছে, যারা দিনে কম করে এক গ্লাস অ্যালকোহলযুক্ত পানীয় পান করেন, পাশাপাশি দিনে অতিরিক্ত গরম চা পান করেন, তাদের খাদ্যনালীর ক্যা’নসারের ঝুঁ’কি বেশি। ধূ’মপায়ীদের ক্ষেত্রে দেখা যায়, প্রতিদিন অ’তিরিক্ত গরম চা পান করলে তাদেরও এই ক্যা’নসার হওয়ার ঝুঁ’কি থাকে।

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তামাক ও অ্যালকোহল দুটো থেকেই দূরে থাকা হচ্ছে এই ক্যান’সার ‘প্রতি’রোধের ভালো উপায়। ধূমপান ও ম’দ্যপানের অভ্যাস না থাকলে শুধু চা পান করা নিয়ে চিন্তিত হবার কিছু নেই।

রাজশাহীর সময়/এম