২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:৩৭:৪৩ পূর্বাহ্ন


পুঠিয়ায় মোটরসাইকেল সংঘর্ষে চিকিৎসক নিহত
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-০৭-২০২২
পুঠিয়ায় মোটরসাইকেল সংঘর্ষে চিকিৎসক নিহত ফাইল ফটো


রাজশাহীর পুঠিয়ায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে কফিল উদ্দীন (৫৫) নামের একজন চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর তিন আরোহী গুরুতর আহত হয়।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের গোপালহাটি তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম।

নিহত কফিল উদ্দীন উপজেলার গোপালহাটি গ্রামের বাসিন্দা ও দুর্গাপুর উপজেলার মাড়িয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, গত সপ্তাহে স্ত্রীসহ চিকিৎসক কফিল উদ্দীন হজ করে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার আছরের নামাজ মসজিদে পড়তে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে তিনি বের হন। এ সময় মহাসড়কে উঠতেই অপর একটি মোটরসাইকেল তাকে সজরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কেই অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোফাখখারুল ইসলাম বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

রাজশাহীর সময়/এ