২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:২০:২৫ অপরাহ্ন


ডিম্বাণু বিক্রি করে পড়াশোনার খরচ চালাচ্ছে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
নিউ ইয়র্ক
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২২
ডিম্বাণু বিক্রি করে পড়াশোনার খরচ চালাচ্ছে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কাসান্ড্রা জোনস


নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ মেটাতে এক তরুণী পড়ার খরচ পরিশোধ করছেন নিজের ডিম্বাণু বিক্রি করে।

তিনি নিজের পড়াশোনার খরচ মেটাতে হিমসিম খাচ্ছিলেন। কাসান্ড্রা জোনস নামের ওই তরুণী জানিয়েছেন, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ চালাতে তাকে প্রায় ১ লাখ ৬০ হাজার ডলার ধার করতে হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৩৭ লাখ টাকার বেশি। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

মজার কথা, তিনি একা নন। বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ চালাতে ধার নিয়ে তা ফেরত দিতে সমস্যায় পড়েন অনেকেই। সেই ধার শোধ করতে গিয়ে অনেকেরই নাভিশ্বাস ওঠে। এত দিন এই বিষয়গুলো নিয়ে টুকটাক আলোচনা চললেও কাসান্ড্রার ঘটনাটি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। পড়াশোনার খরচ চালাতে কী অবস্থা হচ্ছে অনেকের তা এখন স্পষ্ট। ২৮ বছরের তরুণী জানিয়েছেন, ধার শোধ করতে এরই মধ্যে পাঁচবার নিজের ডিম্বাণু বিক্রি করেছেন তিনি। তাতে তার মোট আয় হয়েছে ৫০ হাজার ডলার।

এখনও বাকি এক লাখ ১০ হাজার ডলার। এভাবে ডিম্বাণু বিক্রি করে ধার শোধ করার ফলও ভয়াবহ হতে পারে। চিকিৎসকরা তাকে জানিয়েছেন, ডিম্বাণু দেওয়া মোটেই রক্তদানের মতো নয়। যিনি দিচ্ছেন, তার ক্ষেত্রে ভবিষ্যতে দেখা দিতে পারে নানা সমস্যাও। যেমন কোলন ক্যান্সার, ভবিষ্যতে আর মা হতে না পারার মতো সমস্যা।

রাজশাহীর সময় / এফ কে