২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:৪৬:৪৩ পূর্বাহ্ন


জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৬-০৭-২০২২
জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা


কক্সবাজারের পেকুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই বৃদ্ধার নাম  জাফর আলম (৬৫)।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী ছনখোলা এলাকার বাদামতলী স্টেশনে এ ঘটনা ঘটে। 

নিহত জাফর আলম ওই এলাকার নজির আহমদের ছেলে। পেকুয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ আলী বিষয়টি স্বীকার  করেছেন। 

স্থানীয়রা জানান, সোমবার জাফর আলম চকরিয়া কোর্ট থেকে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ছনখোলা স্টেশনে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকেন তার প্রতিপক্ষরা। জাফর স্টেশনে পৌঁছালে ৭-৮ জনের একটি দল লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে জখম করে। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম মৃত ঘোষণা করেন।

নিহত জাফর আলমের স্ত্রী জ্যোৎস্না আক্তার বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসীরা আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।'

ওসি মোহাম্মদ ফরহাদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।