২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৪:১১:৫০ অপরাহ্ন


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২২
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার মৃত্যু হায়দার আলী। ফাইল ফটো


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব ব্যারিস্টার হায়দার আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

রোববার (২৪ জুলাই) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হায়দার আলীর মৃত্যু হয়।

তার ছেলে ব্যারিস্টার মো. জিসান হায়দার গণমাধ্যমকে বলেন, ‘বাবা দীর্ঘদিন লিভারের জটিলতায় ভুগছিলেন। তার মরদেহ আমরা গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছি।’

হায়দার আলীর জন্ম শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলায়। সেখানে ভোটকান্দি ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।

হায়দার আলী তার কর্মজীবনে তথ্য, বস্ত্র ও পাট, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে ঢাকা ও মুন্সীগঞ্জের ডিসি ছিলেন তিনি।

সরকারি চাকরি থেকে ২০০৮ সালে অবসরে যাওয়ার পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন হায়দার আলী। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

রাজশাহীর সময়/এম