১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৭:৩৭:০২ অপরাহ্ন


টাকার মান আরও কমল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৪-০৭-২০২২
টাকার মান আরও কমল ফাইল ফটো


খোলাবাজারে টাকার মান আরও কমেছে। প্রতি ডলারের বিপরীতে মুদ্রার মান দাঁড়িয়েছে ১০৫ টাকা।

রোববার (২৪ জুলাই) খোলাবাজারে ডলারের দাম বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় যোগান কম থাকায় এ মূল্যবৃদ্ধি।

বাজার ঘুরে দেখা যায়, ঢাকার মানি চেঞ্জার ও খোলাবাজারে প্রতি মার্কিন ডলার ১০৩ টাকা ৫০ পয়সা থেকে ১০৪ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে।

মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে, কোরবানির ঈদের আগে ও পরে ১০০ থেকে ১০২ টাকার মধ্যে ডলার কেনাবেচা হয়েছে। রোববার (২৪ জুলাই) ১০৩ টাকা ছাড়িয়ে যায়। গত ২১ জুলাই বৃহস্পতিবার ১০২ টাকা থেকে ১০২ টাকা ৫০ পয়সায় বিক্রি হয় ডলার। 

ব্যবসায়ীরা বলছেন, সকাল থেকে ডলারের চাহিদা অনেক বেশি ছিল। কিন্তু সে তুলনায় ডলারের যোগান কম ছিল। সংকটের কারণেই দাম বাড়ছে।

এদিকে দেশের বাজারে আমদানি বেড়ে যাওয়ায় চাপ বেড়েছে ডলারের ওপর। এতে করে ব্যাংকিং চ্যানেলগুলোতেও ডলারের দাম বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজশাহীর সময়/এ